০৪ ফেব্রুয়ারি, ২০২৩ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম(বার), পিপিএম মহোদয় বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন।অতিরিক্ত আইজিপি মহোদয়, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২২-২৩ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন বলে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং টুর্ণামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ”বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২২-২৩ এ মোট বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২২ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২২-২৩ এর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ ২২ রানে রংপুর রেঞ্জকে পরাজিত করেছে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সার্পোটিং স্টাফ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













