জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠ, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২-২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন । জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলাধূলার বিভিন্ন ইভেন্টসমূহে অংশগ্রহণ করে আসছে। তিনি বলেন বাংলাদেশ পুলিশের নিজস্ব ক্রিকেট মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব কর্তৃক এ ধরনের প্রতিদ্ধন্দ্বীতাপূর্ণ টূর্নামেন্ট আয়োজন উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড় তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ জাতীয় ক্রিকেট দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের বিভিন্ন ঐতিহ্যবাহী দলে চান্স পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
অ্যাডিশনাল আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মহোদয়, আইজিপি ক্রিকেট চ্যাম্পিয়নশীপ কাপ ২০২২-২৩ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২-২৩ এ মোট বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২২ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পুলিশ ক্রিকেট ক্লাব ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দলকে ০৪ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আইজিপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সেরা বোলার নির্বাচিত হয়েছে পিএসসি দলের রিপু মার্মা। সেরা ব্যাটসম্যান, প্লেয়ার অব দি টুর্নামেন্ট ও প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে পিএসসি দলের খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইসমাইল হায়দার মল্লিক এবং বিসিবি’র সিইও নিজাম উদ্দিন সুজন, ক্রিকেটার সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





























