ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, আশুলিয়া, ঢাকার ইউনিটের ক্যাম্প-২, সাভার সাবজোন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রণালয় মহোদয় এবং উদ্বোধক ছিলেন জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার, আইপি-১, আশুলিয়া, ঢাকা।

১৬ মার্চ, ২০২৩

মাননীয় প্রধান অতিথি মহোদয় বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প সহায়ক পরিবেশ ও শিল্পাঞ্চলে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এ জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অবশ্যই স্যালুটের প্রাপ্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মেগা প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। এর ফলে মানুষের কর্মসংস্থান হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, উৎপাদিত পণ্য রপ্তানীর মাধ্যমে রপ্তানী আয়ের পরিমাণও প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করলে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাননীয় অতিরিক্ত আইজি, আইপি মহোদয় বলেন, কিছু স্বার্থানেষী মহল দেশের অর্থনীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদা তৎপর। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশের অধিকাংশ শিল্পাঞ্চলে নিরাপত্তা প্রদান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানের বৈশ্বিক অর্থনীতি পর্যালোচনায়, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব ও দূরদর্শী চিন্তার প্রতিফলন হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় প্রত্যক্ষ নিয়ামক।

সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, আইপি-১, আশুলিয়া, ঢাকার ইউনিটের ক্যাম্প-২, সাভার সাবজোন অফিসের মাধ্যমে অত্র শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার স্থিতিশীল থাকবে এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা যাবে। তিনি অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেয়র, সাভার পৌরসভা; পরিচালক, বিজিএমইএ ও ব্যবস্থাপনা পরিচালক, টীম গ্রুপ উপস্থিত ছিলেন। এছাড়াও আইপি-১ এর অতিরিক্ত পুলিশ সুপারগণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাভার এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানার মালিক, মালিক-প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধিসহ, স্থানীয় জনপ্রতিনিধিগ্রণ এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *