হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাননীয় অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
আলোচনা সভায় সভাপতি মহোদয় বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনের প্রায় সাড়ে ৫ হাজার দিন কারাভোগ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলনে এবং দেশের স্বাধীনতার সংগ্রামের জন্য পিছু হটা তো দূরের কথা বিন্দুমাত্র ভয়ও পাননি। স্বাধীনতা বিরোধী চক্র বাঙ্গালি জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করলেও তাঁর মহান আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি, বরং আরো বেশি বিকশিত হয়েছেন প্রতিটি বাঙ্গালির চিন্তা-চেতনায়। তাইতো আজও বাঙ্গালি জাতি মুজিব চেতনায় সদা জাগ্রত এবং শতবর্ষেও শেখ মুজিব শতকোটি গুণ শক্তিশালী।
এছাড়াও তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের আদর্শকে মনে ধারণ করে নবজাগরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের প্রত্যেকেই নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করতে হবে, তবে জাতীয় শোক দিবস পালন সার্থক হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ তথা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রত্যেক সদস্য তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সকল অপশক্তির ধূলিসাৎ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, ডিআইজি (প্রশাসন ও অর্থ) মহোদয়, জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মহোদয়, জনাব এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম ,পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মহোদয়, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ প্রমুখ।
পরবর্তীতে, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালরাত্রিতে সকল শহীদের বিদেহী আত্মার রুহী মাগফেরাত কামনা করেন দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আইপি হেডকোয়ার্টার্সের ডিআইজিগণ, অ্যাডিশনাল ডিআইজিগণ, পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *