৩০ আগস্ট, ২০২৩
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা’র সম্মেলন কক্ষে জনাব আজাদ মিয়া, এনডিসি, ডিআইজি (ইন্টেলিজেন্স) মহোদয়ের সভাপতিত্বে আইপি’র জোনসমূহে মাঠ পর্যায়ে ইন্টেলিজেন্স কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও সাধারণ ব্রিফিং (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়।
সভাপতি মহোদয় বিগত ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় আইপি হেডকোয়ার্টার্সসহ সকল আইপি’র ইন্টেলিজেন্স শাখার অফিসার ফোর্সগণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় সন্তোষ জ্ঞাপন করেন। তিনি ইন্টেলিজেন্স শাখায় কর্মরত সদস্যদের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন এবং মালিক, শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে সু-সম্পর্কের ভিত্তিতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শ্রমিকদের বেতন বোনাস বা অন্যান্য ইস্যুতে শ্রমিক অসন্তোষ, রোড ব্যারিকেড ইত্যাদি বিষয়ে আগাম তথ্য সংগ্রহ এবং শিল্প কারখানা সংক্রান্তে কোন ব্যক্তি/ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়ায় যাতে কোনরূপ গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য বাড়তি গোপন নজরদারি রাখাসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সসহ আইপি-১ আশুলিয়া, আইপি-২ গাজীপুর ও আইপি-৪ নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট শাখার অতিরিক্তে পুলিশ সুপারগণ ও সহকারি পুলিশ সুপারগণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত এবং অন্যান্য আইপির সংশ্লিষ্ট অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।


