ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাননীয় অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আইপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে আগস্ট, ২০২৩ এর মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে মাসিক আইন-শৃঙ্খলা সভার আলোচ্যসূচী অনুযায়ী আইপি’র প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিষয়ে ডিআইজি (প্রশাসন ও অর্থ), ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে ডিআইজি (ইন্টেলিজেন্স) এবং অপারেশনাল ও ক্রাইম কার্যক্রম সংক্রান্ত বিষয়ে ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভাপতি মহোদয় বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প সহায়ক পরিবেশ ও শিল্পাঞ্চলে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিছু স্বার্থানেষী মহল দেশের অর্থনীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদা বর্তমানে তৎপর আছে। তিনি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও তিনি শিল্প সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রম সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জোনসমূহের পুলিশ সুপারবৃন্দকে নির্দেশ প্রদান করেন। তিনি ফোর্সের কল্যাণকে গুরুত্ব প্রদানের পাশাপাশি ডিসিপ্লিন সংক্রান্ত বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আইপি হেডকোয়ার্টার্সের ডিআইজিগণ, অ্যাডিশনাল ডিআইজিগণ, বিভিন্ন জোনের পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *