শিল্পাঞ্চল পুলিশের সংক্ষিপ্ত পরিচিতি

শিল্পাঞ্চল পুলিশের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল সোনার বাংলা গঠন।সোনার বাংলা গঠনে কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতি হওয়া আবশ্যক।জাতির পিতার স্বপ্ন পুরণে তার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। শিল্পন্নোয়ন ছাড়া একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশকে শিল্পোন্নত দেশে পরিনত করে উচ্চ আয়ের দেশে পরিবর্তিত করার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ হল বিশেষায়িত পুলিশ ইউনিট ”শিল্পাঞ্চল পুলিশ” এর সৃষ্টি একবিংশ শতাব্দির প্রথম দশকে শিল্পখাত বিশেষ করে পোশাক কারখানা গুলোতে শ্রমিকদের মজুরী কাঠামো বাস্তবায়ন, শ্রমআইন—২০০৬ অনুযায়ী ন্যায্য পাওনার নিশ্চয়তা, বিভিন্ন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা, সার্থান্বেষী মহলের ইন্ধনে নাশকতামূলক কার্যক্রম বা গোজব সৃষ্টি, ঝুট ব্যবসা ইত্যাদিকে কেন্দ্রকরে ঢাকা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্পকারখানায় ব্যাপক ভাংচুর, মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগসহ এই খাতে যথেষ্ট অরাজকতা দেখা দেয়। প্রতি বছর ২ টি ঈদের বেতন—বোনাসকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়।
ফলে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন, বিনিয়োগকারিদের নিরাপত্তা এবং নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা দারুনভাবে ব্যহত হচ্ছিল। যা নিয়ন্ত্রণে আনা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শিল্প প্রতিষ্ঠান সমূহের মালিক-শ্রমিক ও উৎপাদিত পণ্য ও বিনিয়োগের নিরাপত্তার জন্য বিশেষায়িত ও পেশাদার পুলিশের অভাবে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এতে শিল্পখাত সংশ্লিট মহল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিদেশী ক্রেতাসংস্থা, কল-কারখানার মালিক পক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দ শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য সরকারের কাছে একটি বিশেষায়িত পুলিশ বাহিনী গঠনের দাবি জানিয়ে আসছিল। ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শিল্প পুলিশ গঠনের পরিকল্পনা ঘোষণা করেন যার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে ২০১০ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আশুলিয়া-ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম ০৩ টি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের সমন্বয়ে শিল্পাঞ্চল পুলিশের যাত্রা শুরু হয়।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান করা হয়। তাঁর অধীনে শিল্পাঞ্চল পুলিশ জোন সমূহের প্রধান হন পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। ঢাকার উত্তরায় শিল্পাঞ্চল পুলিশের হেডকোয়ার্টার্স অবস্থিত।
পরবর্তীতে ২০১১ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪, নারায়ণগঞ্জ ও ২০১৬ সালে আরো নতুন ০২টি ইউনিট যথাক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৬, খুলনা গঠন করা হয়। পরে ২০১৯ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭, কুমিল্লা, ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেট গঠন করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ আংশিক ভাবে তার কার্যক্রম শুরু করলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এখনও তার কার্যক্রম শুরু করতে পারে নাই। শিল্পাঞ্চল বিধিমালা-২০১৭ অনুযায়ী সারা বাংলাদেশের শিল্প কারখানা সমূহ শিল্পাঞ্চল পুলিশের আওতাধীন, সেই উদ্দেশ্যে শিল্পাঞ্চল পুলিশের জনবল বাড়ানোর উদ্যেগ নেওয়া হচ্ছে। শিল্পাঞ্চল পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে শিল্প এলাকায় উৎপাদনের পরিবেশ বজায় রাখার জন্যে কাজ করে থাকে। শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শিল্প-বান্ধব ও উৎপাদনের জন্যে অনুকুল পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।
Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’s dream was to build Sonar Bangla. In order to build Sonar Bangla, there must be an industry based economy inconsistent with agro-based economy. To fulfill the dream of the father of Nation, his worthy daughter Jana Netri Hon’ble Prime Minister Sheikh Hasina’s government is adopting and implementing various development plans. The overall economic development of a country is not possible without industrialization.
The creation of a specialized police unit called “Industrial Police” is one of the steps in implementing the far-reaching plan to transform Bangladesh into a high income country through industrialization. In the first decade of the 21st century, the industry especially in garment factories at Ashulia, Gazipur, Narayanganj and other garment inhabited areas has created a lot of anarchy in this sector including massive vandalism of industries, blockade of highways, vandalism of vehicles, arson based on the implementation of wage structure of workers, ensuring fair pay as per the Labor Act, 2006, setting fires in various factories, sabotage activities or rumour, Jhut business etc. Crisis situation is created in the industrial sector centering on the salary and bonus of two Eid in every year.
As a result, the production of industries, the safety of investors and ensuring a safe investment environment were severely hampered.For general police, This poses a major challenge to control. It is difficult to control the law and order in the industrial area due to the lack of specialized and professional police to protect the factory owners and workers of industrial establishments and the products and investments. The leaders of industry-related chambers of commerce, foreign buyers, factory owners and workers have been demanding to the government to form a specialized police force to maintain law and order in the industrial area and maintain a safe, industry-friendly environment. In 2009, the Hon’ble Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh Sheikh Hasina announced a plan to form an Industrial Police in Parliament. Following which, with the auspicious inauguration by Hon’ble Prime Minister Sheikh Hasina, the journey of Industrial Police was officially started on 31st October, 2010 with the formation of 03 Industrial Police Units- Ashulia-Dhaka, Gazipur and Chittagong. Initially, a police officer with the rank of DIG was promoted to the rank of Industrial Police Chief, which has now been upgraded to the rank of Addl. IGP. Under him, an officer with the rank of Superintendent of Police became the head of Industrial police zones. Industrial Police Headquarters is located in Uttara, Dhaka. Later in 2011 Industrial Police-04, Narayanganj and in 2016 two more new units were formed Industrial Police-05, Mymensingh and Industrial Police-06, Khulna respectively. After that, in 2019 Industrial Police-7, Comilla, and Industrial Police-8, Sylhet were formed. Although Industrial Police-8 has partially started its activities, Industrial Police-7 has not been able to start its activities yet.
According to Industrial Police Rules-2017, industrial factories all over Bangladesh are under the jurisdiction of Industrial Police, for that purpose an initiative is being taken to increase the manpower of Industrial Police. Industrial police work professionally and impartially to maintain friendly production environment in industrial area. Industrial Police is working as a specialized unit of Bangladesh Police to maintain law and order in industrial area and to ensure an industry-friendly and conducive environment for production.